ঝিনাইদহে গলা কেটে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে সম্রাট হোসেন (২৭) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১০টার দিকে উপজেলার চুটলিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সম্রাট হোসেন চুটলিয়া দক্ষিণপাড়ায় সমীর উদ্দিনের ছেলে। রাতেই তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, রাত ১০টার দিকে চুটলিয়া দক্ষিণপাড়ায় সম্রাটকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই এলাকার মন্টু মেম্বারের বাড়ির পাশে সম্রাটের মরদেহ পড়েছিল। তার গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, সম্রাট নামে এক যুবককে ঘাড়ে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ঘটনার পর সবুজ ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।
এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।